নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন সহযোগিতার অর্থ তুলে দেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম সাদ ঢাকার ধামরাইয়ের সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী। গত ৫ আগস্ট ধামরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন তিনি। এরপর গত ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।