সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একদফা দাবি আয়ের পথসভায় পুলিশের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবাল (১৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে পৌরসভার চর-বেউথা এলাকার থেকে শহরের খালপাড়-বেউথা সড়কে পদযাত্রা বের করা হয়। কিন্তু পদযাত্রাটি বেউথা বাজার মোড় এলাকায় পৌছানো মাত্রই পুলিশ বাঁধা দেয়।
এসময় দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে দলীয় নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পদযাত্রায় বাঁধার প্রতিবাদে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এবং সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আমরা নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে, পুলিশ দিয়ে বিএনপির পদযাত্রায় বাঁধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা, হত্যা-গুম করে ভয় করে না। প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় থাকার সুযোগ শেষ আওয়ামী লীগের। সুতরাং সময় থাকতে জনগণের দাবি মেনে পদত্যাগ করতে হবে এবং নিদর্লীয় নিরোপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে।
বিষয়টি অস্বীকার করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বিএনপির পদযাত্রায় পুলিশ কোনধরনের বাঁধা দেয়নি। মূলত সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বেউথা বাজার মোড়ে সমাবেশ করতে বলা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।