সদ্যই নবগঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এবারও অব্যাহতি চাইলেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এ বিষয়ে বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে খিজির হায়াত খান উল্লেখ করেন, সদ্য গঠিত সার্টিফিকেশন বোর্ডে তাকে পুনরায় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আগে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেন।
অব্যাহতির আবেদনে নিজের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেছেন এই নির্মাতা।
আবেদনের একাংশে তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, যে কাঠামো ও বাস্তবতায় আমি পূর্বে পদত্যাগ করেছি, সেই কাঠামো অপরিবর্তিত থাকা অবস্থায় পুনরায় একই দায়িত্ব গ্রহণ করা আমার নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন অবস্থায় দায়িত্ব গ্রহণ করা ব্যক্তিগতভাবে আমার জন্য যেমন অসংগত, তেমনি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতিও তা সম্মানজনক হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করে।
১৫ সদস্যের এই বোর্ডে চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির এবং পরিচালক তাসমিয়া আফরিনকে। এছাড়া বোর্ডে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।
এ ছাড়া নতুন বোর্ডে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকসহ প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রদর্শক সমিতির প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হয়েছেন।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিব। আর সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


