বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অডিও অ্যাক্সেসরিজ ব্র্যান্ড boAt ভারতে লঞ্চ করলো তাদের নতুন নেকব্যান্ড ব্লুটুথ ইয়ারফোন, boAt Rockerz 330 pro। জনপ্রিয় কানাডিয়ান গায়ক, রকার এবং গীতিকার এ পি ধিলনের যৌথ অংশীদারত্বে এটি লঞ্চ হয়েছে ভারতে। The Rockers 330 Pro হলো কোম্পানির প্রথম নেকব্যান্ড ইয়ারফোন, যা একক চার্জে ৬০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই boAt বাজেট রেঞ্জে Rockerz 205 pro নামে আরেকটি ইয়ারফোন লঞ্চ করেছিল, যার দাম ধার্য করা হয়েছিল ৯৯৯ টাকা। তাই বলাই যায়, যদি কেউ কম বাজেটে নতুন নেকব্যান্ড ইয়ারফোন কিনতে চায়, তাহলে সে boAt-এর প্রোডাক্ট নিতেই পারে। কারণ সংস্থাটির কম থেকে বেশি, সব রেঞ্জেরই হেডফোন রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বোটের নয়া নেকব্যান্ড ইয়ারফোনের দাম ও ফিচার।
boAt Rockerz 330 pro দাম ও লভ্যতা
বোট রকার্য ৩৩০ প্রো এর দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। ব্ল্যাক, ব্লু, ইয়েলো, পার্পল এবং রেড কালারে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন হেডফোনটি। ই-কমার্স সাইট অ্যামাজন ছাড়াও বোটের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ৬ ডিসেম্বর থেকে এটি কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে প্রতি ৬০তম গ্রাহক পাবেন ১০০% ক্যাশব্যাক।
আরও পড়ুন :
প্রথমবারের মত আসছে কমদামি iPhone, থাকবে দুর্দান্ত ফিচার
boAt Rockerz 330 pro স্পেসিফিকেশন
বোট রকার্য ৩৩০ এর উত্তরসূরি বোট রকার্য ৩৩০ প্রো দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে। একবার চার্জে বোট রকার্য ৩৩০ প্রো ৬০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। পাশাপাশি এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, যা মাত্র ১০ মিনিট চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য এই ইয়ারবাডে থাকছে ১০ এমএম ডাইনামিক ড্রাইভার এবং ইএনএক্স টেকনোলজি। সাথে রয়েছে ভি৫.২ ব্লুটুথ কানেক্টিভিটি।
জল এবং ঘাম থেকে সুরক্ষা দিতে এতে পাওয়া যাবে আইপিএক্স৫ রেটিং। একেবারে হালকা ওজনের এই নেকব্যান্ড ইয়ারফোনটি ম্যাগনেটিক বাডের সাথে এসেছে। এছাড়াও ইন-লাইন প্লেব্যাক দিতে এবং ভলিউম নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে boAt Rockerz 330 pro ইয়ারফোনে। তথ্যসূত্র : টেকগাপ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।