আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে অভিবাসন প্রার্থী বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ শতাধিক মানুষ মারা গেছে বলে শঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ইতালির ওই নৌকাডুবির ঘটনায় এরইমধ্যে ৬২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন শিশু।
ধারণা করা হচ্ছে ক্রোতোনে উপকূলে ভেড়ার চেষ্টা করা ওই নৌকাটিতে দুইশ’র মতো যাত্রী ছিল। আর এইসব অভিবাসন প্রার্থীরা এসেছিল আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, পাকিস্তান, ইরাক ও ইরান থেকে।
ইতালির কোস্টগার্ডের দাবি, ওই ডুবন্ত নৌকা থেকে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজন সাঁতড়ে তীরে পৌঁছাতে পেরেছিলেন।
এদের মধ্যে একজনকে অভিবাসী পাচারের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।