বব ডিলানের কনসার্টে মোবাইল ব্যবহার করা যাবে না

Bob Dylan

বিনোদন ডেস্ক : যুক্তরাজ্যে ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ ট্যুরে যাচ্ছেন নোবেলজয়ী মার্কিন সংগীতকার বব ডিলান। এই কিংবদন্তী নভেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, এডিনবরার আশার হলসহ ১০টি কনসার্টে গাইবেন।

Bob Dylan

১ নভেম্বর শুরু হওয়া কনসার্ট ১৪ নভেম্বর শেষ করবেন বব ডিলান। তার যুক্তরাজ্য ট্যুরের অংশীদার টেক ফর্ম ইয়ন্ডার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি শোতে শ্রোতাদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ রাখা হবে।

কনসার্টে প্রবেশের সময় দর্শকের মুঠোফোন বিশেষ ব্যবস্থায় বন্ধ করবেন ইয়ন্ডারের কর্মীরা। দর্শকরা চাইলেও নিজেরা মুঠোফোন খুলতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে ইয়ন্ডারের কর্মীদের সহযোগিতায় ফোন খোলা যাবে।

শরীরটা আমার কাছে একটা যন্ত্র : ঋতাভরী চক্রবর্তী

২০২০ সালে প্রকাশিত ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ অ্যালবামের নামে ২০২১ সাল থেকে ট্যুর করছেন ৮৩ বছর বয়সী এই সংগীতশিল্পী। এই ট্যুরের অংশ হিসেবে ২০২২ সালে লন্ডন, গ্লাসগো ও অক্সফোর্ডে শো করেছেন। সেসব শোতেও মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ ছিল।