বিনোদন ডেস্ক : শেষ হতে চলেছে ২০২৪ সাল। এবার হলিউডের বক্স অফিস দখলে রেখেছে অ্যানিমেশন চলচ্চিত্র। বছরের সেরা আয়ের তালিকায় শীর্ষে রয়েছে ‘ইনসাইড আউট ২’। এছাড়াও সেরা আয়ের তালিকায় রয়েছে ‘ডেসপিকেবল ৪’ এবং ‘মোয়ানা ২’।
আর বছর শেষে হলিউডে এসেছে আরও দুটি অ্যানিমেশন সিনেমা ‘সনিক দ্য হেজহগ’ ও ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এই সিনেমা দুটিও মুক্তি পেয়েছে কাছাকাছি সময়ে। দুটো সিনেমাই মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর।
মুক্তির পর বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে আছে ‘সনিক দ্য হেজহগ ৩’। ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, প্যারামাউন্টের ব্যানারে আসা সনিক দ্য হেজহগ থ্রি মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার ৩ হাজার ৭৯১টি থিয়েটারে। সেখান থেকে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে মোট আয় করেছে ৮ কোটি ৮০ লাখ ডলার। এ সিনেমা থেকে প্রথম সপ্তাহে ৫ কোটি ৫০ লাখ ডলার আয়ের সম্ভাবনা দেখেছিল প্রযোজনা প্রতিষ্ঠান।
কিন্তু আয় হলো আরো বেশি। মূলত দর্শকের কাছ থেকে আসা ইতিবাচক রিভিউর কারণেই সিনেমাটি এত ভালো আয় করেছে।
মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে ডিজনির ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমাটি মুক্তি পেয়েছে ৪ হাজার ১০০ থিয়েটারে। আয় করেছে ৭ কোটি ৬ লাখ ডলারের বেশি। ডিজনি আশা করেছিল সিনেমাটি ৫ কোটি ডলার আয় করবে। এ সিনেমা নির্মাণ করতে ডিজনির খরচ হয়েছে ২০ কোটি ডলার। এছাড়া সিনেমার প্রচারে তারা খরচ করেছে ১০ কোটি ডলার। ৩০ কোটি ডলার খরচ করা সিনেমাটি শেষ পর্যন্ত কত আয় করতে পারবে, সেদিকেই তাকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
হলিউডের বক্স অফিসের দৃশ্য অনুসারে, ডিসেম্বরে সাধারণত বড় সিনেমা না হলে বড় ওপেনিংও পাওয়া যায় না। কিন্তু স্বল্প বাজেটের সিনেমা হলে বড়দিনের ছুটির আগে সিনেমা মুক্তি দিয়ে খরচ তোলার পাশাপাশি ভালো ব্যবসাও আসে। সনিকের ক্ষেত্রে সেটাই হয়েছে। এদিকে মুফাসা নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেমাটি হলিউডের বাইরেও নানা অঞ্চলে সেখানকার তারকাদের দিয়ে ডাবিং করা হচ্ছে। ফলে সিনেমার খরচ বেড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।