বধির অভিনেতার অস্কার জয়

অস্কার জয়

বিনোদন ডেস্ক : হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। এবারের ৯৪তম অস্কারে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রয় কাটসার। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই অভিনেতা বধির। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বধির অভিনেতা এই পুরস্কার পেলেন।

অস্কার জয়

‘কোডা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন ট্রয়। সিনেমাটিতে একজন জেলে চরিত্রে অভিনয় করেন ৫৩ বছর বয়েসী ট্রয়। সিনেমাটি পরিচালনা করেন সিয়ান হেডার।

১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের আরিজোনায় জন্মগ্রহণ করেন ট্রয়। সেখানেই বেড়ে উঠেন তিনি। তার বাবা লিওনার্দ স্টেফেন ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা। ট্রয়ের বয়স যখন নয় মাস তখন তার বাবা-মা আবিষ্কার করেন ট্রয় বধির। এরপর আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে শুরু করেন তারা। তারপর সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুত্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তবে ট্রয়ের এই শারীরিক সমস্যা থাকলেও তার বাবা-মা খেলাধুলাসহ সবকিছুতে তাকে অনুপ্রাণিত করতে থাকেন।

অস্কার ২০২২, মঞ্চে উঠলেই কোটি টাকার উপহার

তিন দশকের বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন ও সিনেমায় অভিনয় করছেন ট্রয়। অভিনেতা হিসেবে তিনি বেশি প্রশংসা কুড়িয়েছেন মঞ্চে ‘অব মাইস অ্যান্ড মেন’, ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ কিংবা ব্রডওয়ে প্রযোজনা ‘বিগ রিভার: দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’-এর মতো প্রযোজনাগুলো করে। স্টার ওয়ারস টেলিভিশন সিরিজেও দেখা গেছে তাকে।

এর আগে একজন বধির অভিনেত্রী অস্কার পুরস্কার জিতেছিলেন। তার নাম মার্লি ম্যাটলিন। ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেজার গড’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছিলেন তিনি।