বিনোদন ডেস্ক : আজকের যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে সকলেই অভ্যস্ত। নিজের ব্যক্তিগত প্রতিভা হোক বা নিজের প্রতিষ্ঠানের প্রচার, সব কাজেই ইউটিউবের ব্যবহার হয়। একে ব্যবহার করে সকলেই নিজেদের শিল্পকে সবার সামনে তুলে ধরেন। এইভাবেই সুস্মিতা বসাক ‘সুর সাধনা কেন্দ্র’ নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাফল্য পেয়েছেন। আবারও একটি অসামান্য নাচ উপহার দিল ‘সুর সাধনা কেন্দ্র’।
“সোহাগ চাঁদ বদনী ধনী নাচত দেখি” গানের সঙ্গে এই নাচ আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়েছে। ‘সুর সাধনা কেন্দ্র’ আজ একটি অতি পরিচিত নাম। ইউটিউবের মাধ্যমে আজ তারা রীতিমতো একটা নিজস্ব দর্শক তৈরি করেছেন। প্রধানত একটা নাচ-গানের স্কুল হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠান। মূলত এই প্রতিষ্ঠানের নৃত্যশিল্পী ও ছাত্রীদের নাচের ভিডিও নিয়মিত আপলোড করা হয় এই ইউটিউব চ্যানেলে।
ভিডিওতে দেখা যায় গ্রাম্য পরিবেশে এক সুন্দরী যুবতী নাচছেন। পিছনে ভরা বর্ষার গ্রাম বাংলার প্রকৃতি দেখা যাচ্ছে। এই পরিবেশে যুবতীর সৌন্দর্য যেন আরও মোহময় হয়ে উঠেছে। তার পরনে সবুজ শাড়ি, সঙ্গে লম্বা হাতা লাল ব্লাউজ, ব্লাউজে সাদা ফ্রিল লাগানোর ফলে একটা বাঙালি বধূর সাজের ছোঁয়া লেগেছে। হাতভরা চুড়ি, আলতা এবং চুলের ফুল তাঁর সাজকে সম্পূর্ণ করেছে। এতে তাঁকে অসাধারণ সুন্দরী লাগছে।
“বালা নাচো তো দেখি” গানের সঙ্গে তাঁর নাচের ভিডিও ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। বহু মানুষ এতে লাইক দিয়েছেন, অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। বেশিরভাগ কমেন্টে যুবতীর সৌন্দর্য এবং নৃত্যশৈলীর প্রশংসার কথা উঠে এসেছে। বহু লোক এই চ্যানেলের সাফল্য কামনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।