বডিগার্ড প্রসঙ্গে সমালোচনায় কাজল!

Kajal

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কাজল। একজন সেলিব্রেটি হয়ে বডিগার্ডের সঙ্গে এমন আচরণ প্রশ্নবিদ্ধ করেছে তার স্টারডমকে।

Kajal

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন বলছে, সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন কাজল। ছেলে যুগের হাত ও পায়ে চোট পাওয়ায় চেকআপের জন্য হাসপাতালে দেখা যায় অভিনেত্রীকে।

এসময় কাজল ও তার ছেলে যুগের সাথে ছিলেন তার বডিগার্ডও। হাসপাতালের চেকআপ শেষে সিঁড়ি দিয়ে নামার সময় একটু অসুবিধা হচ্ছিল যুগের। তাই বডিগার্ড সাহায্যের হাত বাড়িয়ে দেয় যুগের দিকে। যেন তাকে ধরে সিঁড়ি দিয়ে নিরাপদভাবে নামতে পারেন যুগ।

কিন্তু এমন সময়ই অদ্ভুত কাণ্ড করে বসেন কাজল। তিনি হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন বডিগার্ডকে। সোশ্যাল মিডিয়ায় এ মুহূর্তের ছবি ভাইরাল হলে ক্ষোভ ফেটে পড়েন ভক্ত ও নেটিজেনরা।

যুগের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কাজলের ধাক্কার শিকার হওয়া মুহূর্তের এ দৃশ্য নেটদুনিয়ায় এখন ভাইরাল। ছবি: সংগৃহীত

বডিগার্ডের সঙ্গে এমন রুঢ় আচরণ দেখে অনেকে কাজলকে অমিতাভ পত্নী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেছেন। কারণ খারাপ আচরণের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত জয়া।

তাই জয়ার সঙ্গে তুলনা করে এক নেটিজেন মন্তব্যের ঘরে লেখেন, ‘কাজল জয়া বচ্চন হয়ে উঠছেন’। আরেকজন লেখেন, ‘জয়া বচ্চন পার্ট-২’।

৩০ মিনিট সময় দিয়ে জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি আজই বদলে ফেলুন

প্রসঙ্গত, মানুষের সঙ্গে খারাপ আচরণ এবারই প্রথম নয় কাজলের। এর আগেও বিভিন্ন সময় অনেকের সঙ্গে খারাপ আচরণ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হয়েছিলেন এ অভিনেত্রী।