বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রতিনিয়ত অ্যানড্রয়েড এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে আসে মেটা সংস্থা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা মজবুত করতে নানারকম সুযোগ-সুবিধা নিয়ে আসে তারা।

তবে, বুধবার সকালে বেশ কিছু ব্যবহারকারী লক্ষ করেন, হঠাৎ অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সটি দেখতে অন্য রকম হয়ে গেছে।
হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের উপর সবুজ রঙের যে টুল থাকে, তা সটান একেবারে নিচে চলে এসেছে। অর্থাৎ চ্যাটলিস্টে থাকা নাম, স্ট্যাটাস, ফোনের ইতিহাস— সবই উপর থেকে চ্যাট বক্সের নিচে নেমে এসেছে।
যদিও হোয়াটসঅ্যাপ বিটা সংস্থা জানিয়েছে, এই বৈশিষ্ট্যটি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। তাই সব ফোনে এই সুবিধা পাওয়া যাবে না। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ বিটা অ্যানড্রয়েডের ২.২৪.৬.১৬ ভার্সনে এই নতুন ফিচারটি পাওয়া যাবে। পরের সপ্তাহে আরও কিছু ব্যবহারকারীর ফোনে এই সুবিধা পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
তবে, আইফোন ব্যবহারকারীদের ফোনে আগে থেকেই এই সুবিধা ছিল। তাই তাদের হোয়াটসঅ্যাপে নতুন কোনো পরিবর্তন আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



