আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি এক বিয়ের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ কনের সাজ নয়, বরং একদম আলাদা স্টাইলে হাজির হয়েছেন নববধূ। সুঠাম শরীর, শক্তিশালী পেশি, হাতে ট্যাটু— এই ব্যতিক্রমী কনের ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।
কে এই ব্যতিক্রমী কনে?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এক তরুণী। তবে তাঁর শক্তপোক্ত চেহারা ও বডিবিল্ডিং স্টাইল নজর কেড়েছে সকলের। জানা গেছে, এই কনের নাম চিত্রা পুরুষোত্তম, যিনি কর্নাটকের বাসিন্দা ও একজন পেশাদার বডিবিল্ডার।
কী দেখা গেল ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে, চিত্রা গা-ভর্তি গয়না পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। তাঁর বাঁ হাতে ট্যাটু, শক্তপোক্ত বাহু এবং সুঠাম শরীর যে কারও দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। শুধু কনের সাজেই নয়, বডিবিল্ডারদের মতো কিছু পোজও দিয়েছেন তিনি, যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
पुरा ससुराल डरा हुआ है,,,,🖋️😂 pic.twitter.com/BRyyFz6fTK
— ≛ज़ख़्मी ͥ ͣ ͫशायर♛ (@Zakhmi_shyar_) February 22, 2025
নেটিজেনদের প্রতিক্রিয়া
২২ ফেব্রুয়ারি ‘জখমি শায়র’ নামে এক্স হ্যান্ডলে পোস্ট হওয়া ভিডিওটি ইতিমধ্যেই ১৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। কমেন্ট সেকশনে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, কেউ মজার মন্তব্য করেছেন।
একজন মজা করে লিখেছেন,
“মৃত্যুর আগে পর্যন্ত শ্বশুরবাড়ির লোকজন খুব সাবধানে কথা বলবে, না হলে হাসপাতালে যেতে হতে পারে!”
আরেকজন লিখেছেন,
“গয়নার পাশাপাশি তাঁর গলায় কিছু বডিবিল্ডিং পদকও থাকা উচিত ছিল।”
সাধারণত কনের সাজ নিয়ে নানা রকম স্টেরিওটাইপ রয়েছে, কিন্তু চিত্রা পুরুষোত্তম তার ব্যতিক্রম। তাঁর আত্মবিশ্বাস, শক্তিমত্তা এবং আলাদা স্টাইল দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন। বিয়ের পোশাকে এমন বডিবিল্ডিং পোজ বোধহয় এবারই প্রথম দেখা গেল!
আপনার মতামত কী? এমন ব্যতিক্রমী কনে সম্পর্কে আপনি কী ভাবছেন? কমেন্টে জানান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।