বগুড়ার মেসিভক্তের কাণ্ড, তৈরী করে ফেললেন আস্ত একটি বিশ্বকাপ

বিশ্বকাপ

জুমবাংলা ডেস্ক : আর মাত্র আড়াই মাসের মতো বাকি কাতার বিশ্বকাপ। বরাবরের মতো এবারও অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। ভক্তদের মধ্যেও শুরু হয়ে গেছে উৎসাহ-উদ্দীপনা।

বিশ্বকাপ

কাতার বিশ্বকাপের আনন্দে ভাসছেন বগুড়ার শিবগঞ্জের মেসি ভক্তরাও। এর মধ্যেই কেউ কেউ জার্সি কিনছেন, কেউবা আর্জেটিনার পতাকা কিনছেন, আবার কেউ কেউ ছবিসহ মেসির ১০ নম্বর পরিহিত জার্সির স্বপ্ন হৃদয়ে গাঁথছেন।

আর এক ভক্ত তো রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার চকভোলাকা গ্রামের আনিছার রহমানের ছেলে কাঠমিস্ত্রী মাইনুর রহমান কাতার বিশ্বকাপকে ঘিরে কাঠের তৈরি ৩ কেজি ১০০ গ্রামের ওজনের একটি বিশ্বকাপ তৈরি করে তাক লাগিয়েছেন।

কাপটি সুন্দর কারুকার্জ, মেসির ছবি লাগানো থাকায় মেসি ভক্তসহ অনেকেই কাপটি দেখার জন্য ভিড় করছে তার বাড়িতে।

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম ব্যবহার করতে লাগবে টাকা

এ ব্যাপারে কাঠমিস্ত্রী মাইনুর রহমান বলেন, কাতার ওয়ার্ল্ড কাপ মেসির হাতে উঠবে এমন স্বপ্ন নিয়ে আমি কাপটি দীর্ঘ ২ মাসের চেষ্টায় তৈরি করেছি। কাপটি তৈরি করে মেসির ছবিও দিয়েছি। আমি আশা করি আমার প্রিয় দল আর্জেটিনাই এ বছর জয়লাভ করবে এবং আমার প্রিয় খেলোয়াড় মেসির হাতেই ওঠবে বিশ্বকাপ।