জুমবাংলা ডেস্ক : বগুড়ার শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাগর তালুকদার এবং স্বপন নামে তার এক সহযোগীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সাগরের আরেক সহযোগীকে কুপিয়ে আহত করা হয়।
রবিবারর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুলে।
বিষয়টি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘সন্ধ্যায় সাগর তার দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে শাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাগর ও স্বপন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।’
হযরত আলী আরও বলেন, ‘সাগর তালুকদার শাজাহানপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। যে কারণে এলাকার লোকজন তার ভয়ে ভীতসন্ত্রস্ত ছিল। সম্প্রতি জেল থেকে বের হওয়ার পর এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল সাগর ও তার বাহিনী।’
শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, ‘সাগর তালুকদারের বিরুদ্ধে সাবরুলের সিহাব বাবু, প্রভাষক পারভেজ হত্যাসহ ১৫ থেকে ২০টি মামলা রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।