বিনোদন ডেস্ক : অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে রয়েছে এক ঝাঁক অভিনেত্রী। তারা হলেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টি।
অভিনীত চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে আমার যুক্ত হওয়া। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।
দর্শক বোহেমিয়ান ঘোড়াতে সম্পূর্ণ নতুন কিছু পাবে জানিয়ে তিনি বলেন, এই সিরিজে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তার চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।
এ ছাড়া তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অদিতি ও বৃষ্টি এই সিরিজে নতুন মুখ।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, সবার জন্য দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। এরসাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।