বহু বছর পর আবারও একসঙ্গে ফ্রেমবন্দি প্রসেনজিৎ ও অর্পিতা

প্রসেনজিৎ ও অর্পিতা

বিনোদন ডেস্ক : বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে দারুণ কৃতিত্ব রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের। দুজনেই নিজের নিজের মতো করে অবদান রেখেছেন। প্রসেনজিৎ অবশ্য আজও মহীরুহ। একইরকম অভিনয় করে চলেছেন। অর্পিতা এখন পাকা গৃহিণী। অভিনয় জগৎ থেকে বিরাম নিয়েছেন।

প্রসেনজিৎ ও অর্পিতা

সম্প্রতি তাদের দুজনকে আবারো আগের মতো করে দেখা গেছে। আলো আঁধারির মাঝে, একে অপরের দিকে তাকিয়ে ডুবে গিয়েছেন প্রেমের অতল গভীরে। এই দৃশ্যটা অবশ্য অনেক বছর পর দেখা গিয়েছে। ছেলের ১৮ তম জন্মদিনে আবারো নবরূপে, পুরনো প্রেমকে উসকে দিয়েছেন তারা।

গত ৬ জানুয়ারি ছিল ছেলের জন্মদিন। আর বুম্বাদা যে ছেলের জন্মদিন মহা সমারোহে পালন করবেন এই নিয়ে সন্দেহ রাখার অবকাশ নেই। আর বাস্তবচিত্রও অনেকটা একই। রীতিমত ধুমধাম করে জন্মদিন পালন করলেন প্রসেনজিৎ।

শাড়ি পরে জিমে ওয়ার্কআউট করলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

জন্মদিনে একেবারে চাঁদের হাট বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন টলিপাড়ার সমস্ত জ্ঞানী গুণীরা। দেব, অঙ্কুশ, সোহম থেকে শুরু করে কোয়েল, ঐন্দ্রিলা, লহমা— তারকার ছয়লাপ সেই অনুষ্ঠানে। আর মেসিভক্ত মিশুকের জন্য ছিল আর্জেন্টিনা থিমের বিশেষ কেক।