সুয়েব রানা, সিলেট : জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং বিসিকের আয়োজনে সিলেট শহরের শাহিদগাহ খেলার মাঠে গত ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে “বৈশাখী উৎপাদন, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা”।
এ মেলায় অংশ নিয়ে আলোচনায় এসেছে এক ব্যতিক্রমী স্টল — “পাঁচ বন্ধু কোকারিজ”। পাঁচ যুবকের সম্মিলিত এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
সালেহ আহমদ, শফিকুল ইসলাম, জসিম আহমদ, মুহিম আহমদ এবং তারেক আহমদ — এই পাঁচ বন্ধু মিলে গড়ে তুলেছেন তাঁদের স্বপ্নের দোকান।
এখানে পাওয়া যাচ্ছে রান্নাঘরের প্রয়োজনীয় নানা ধরণের কোকারিজ সামগ্রী—চামচ, কাঁটা, চায়না প্লেট, ছাঁকনি, কিচেন টুলস, প্লাস্টিকের পণ্যসহ দৈনন্দিন ব্যবহৃত অনেক কিছু। পণ্যের মান ভালো এবং মূল্য সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের আগ্রহও চোখে পড়ার মতো।
সালেহ আহমদ বলেন, “আমরা বন্ধু হিসেবে সবসময় চেয়েছি কিছু একটা একসঙ্গে শুরু করতে। এই মেলাটা আমাদের সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ।” দোকানের অন্য অংশীদাররাও জানান, তাঁরা ভবিষ্যতে এ ব্যবসাকে আরও বিস্তৃত করতে চান এবং দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে চালু করার পরিকল্পনা করছেন।
মেলার দর্শনার্থীরাও বলছেন, ‘পাঁচ বন্ধু কোকারিজ’ শুধু পণ্যের দিক থেকেই নয়, তাদের উদ্যোগ ও একতা সত্যিই অনুপ্রেরণাদায়ী।
স্থানীয় তরুণদের উদ্যোগ ও চেষ্টার এই গল্প এখন শুধু একটি দোকানের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং তা হয়ে উঠেছে স্বপ্ন পূরণের পথে সাহসী পদক্ষেপের প্রতিচ্ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।