ফেনীতে বকেয়া টাকা চাওয়ায় সুমন হোসেন নামে এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন যুবদল নেতা ও তার অনুসারীরা। অভিযুক্ত মো. ছায়েম পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
শনিবার (১২ জুলাই) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত ব্যবসায়ী সুমনকে পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে স্থানীয় পৌর এলাকার উত্তর বাজারে এ ঘটনা ঘটে।
আহত সুমনের ভাই ইব্রাহিম খলিল আমার দেশকে জানান, হামলার পর এ ব্যাপারে থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে ছায়েম। ওই ভয়ে এখনও মামলা দায়েরের সুযোগ হয়নি। তবে, ঘটনাটি স্থানীয় বণিক সমিতির সভাপতি দাউদুল ইসলামকে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বণিক সমিতির সভাপতি দাউদুল ইসলাম আমার দেশকে বলেন, তিনি বিষয়টি স্থানীয় সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবু তালেবকে জানিয়েছেন। তবে, তিনি ঢাকায় থাকায় এলাকায় এলেই ব্যবস্থা নিবেন বলে তাকে জানান। সেই সাথে ছায়েমকে মুঠোফোনে দ্রুত আহত সুমনের নিকট ক্ষমা চেয়ে তার বকেয়া টাকা ফেরৎ দিতে নির্দেশ দেন।
এরপর বাজারে মিয়া নামের এক ব্যবসায়ীর নিকট পাওনা টাকাগুলো রেখে গেলেও শনিবার রাত পর্যন্ত ছায়েম আর সুমনের কাছে যায়নি। ক্ষমাও চায়নি। এখন ব্যবসায়ীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
পাবেন মুনাফাও, কোন ঝামেলা ছাড়াই বিকাশে সাপ্তাহিক ডিপিএস খোলার নিয়ম
এদিকে ব্যবসায়ী সুমনকে বেধড়ক পেটানোর ঘটনা জানাজানি হওয়ার পরও পরশুরাম পৌর শাখা যুবদলের পক্ষ থেকে গতমাসে ছায়েমকে বহিষ্কারের একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।