স্পোর্টস ডেস্ক : কামিন্সের শর্ট অব লেন্থের ডেলিভারিতে পরাস্ত কোহলি! ডিফেন্ড করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে-বলে এক হয়নি। ব্যাট ফাঁকি দিয়ে বল ভেঙে দেয় উইকেট। লাখো দর্শকে মুখোরিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম তখন রূপ নেয় শশানে। ৪টি চারের মারে ৬৩ বলে ৫৬ রান করেন কোহলি। পরপর ২ উইকেট হারানোর পর কোহলি-রাহুল জুটিতে আশা দেখছিল ভারত। তার আউটে ভেঙে যায় ১০৯ বলে ৬৭ রানে জুটি। ক্রিজে রাহুলের সঙ্গী রবীন্দ্র জাদেজা।
৯৭ বল পর বাউন্ডারির দেখা
১৬.১ ওভার কোনো বাউন্ডারি দেখা যায়নি কোহলি-রাহুলের ব্যাটে। দুজনের মনোযোগ থিতু হয়ে খেলার নাটাই নিজেদের হাতে নেওয়া। সেদিকেই এগোচ্ছেন দুজনে। জুটির ফিফটির পর কোহলিও দেখা পান ফিফটির। আসে বাউন্ডারিও। জাম্পাকে প্যাডেল সুইপ করে বাউন্ডারির বাইরে পাঠান রাহুল।
জুটির ফিফটির পর কোহলির ফিফটিতে স্বস্তিতে ভারত
অ্যাডাম জাম্পাকে লং অনে খেলে সিঙ্গেল নেন বিরাট কোহলি। ৫৬ বলে কোহলি দেখা পান ওয়ানডে ক্যারিয়ারের ৭২ তম ফিফটির। রাহুলের সঙ্গে জুটি গড়ে কোহলির ফিফটিতে কিছুটা স্বস্তিতে ভারত। টানা দুই বিশ্বকাপে টানা পাঁচটি ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে পঞ্চাশের বেশি রানের কীর্তি গড়েন কোহলি। রোহিতের পর শ্রেয়স আইয়্যার মাঠে এসেই ফেরায় বিপাকে পড়েছিল দলটি। কোহলি-রাহুল ঠাণ্ডা মেজাজে এগোচ্ছেন, দুজনের জুটি ইতিমধ্যে ফিফটি ছড়িয়ে যায়।
কোহলি-রাহুলে ভারতের প্রতিরোধ
রোহিতের পর আইয়্যারের বিদায়ে বিপাকে পড়ে ভারত। এরপর ক্রিজে আসেন লোকেশ রাহুল। নতুন ব্যাটার রাহুলকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন বিরাট কোহলি। দুজনে ধীরে খেলে থিতু হওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ৪০ রান আসে দুজনের জুটি থেকে। চ্যালেঞ্জিং স্কোর গড়ার জন্য দুজনের একটা লম্বা জুটি খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কোহলি-রাহুল তাই করছেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশেও কোনো পরিববর্তন আসেনি। তাতে সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও এক স্পিনার নিয়ে শিরোপার লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলেউড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।