বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। আধুনিক থেকে রবীন্দ্রসংগীত কিংবা মাটির গান- সব রকম গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন এই নায়িকা। তবে পেশাগত আর ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হতে দেখা যায় তাকে। কিন্তু মুখবুজে কোনোকিছুই সহ্য করেন না। নেটিজেনদের কটাক্ষের কড়া জবাব দিতে ওস্তাদ তিনি।
গান গাওয়ার পাশাপাশি নাচ, অভিনয় কিংবা মডেলিং-সবকিছু নিয়েই চর্চা করেন ইমন। অনেকেই তাকে কেবল শাড়ি লুকেই দেখতে অভ্যস্ত। ফলে এবার বোল্ড লুকে ফটোশুট করার জন্য কটাক্ষের শিকার হলেন গায়িকা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ইমন। সেখানে গামছা ব্লাউজ টপ আর সাদা স্কার্টে ধরা দিয়েছেন এই গায়িকা। তার এই ছবিতে অনেকেই বাঁকা মন্তব্য করেন। এক নারী লেখেন, ‘আগেকারদিনের রবীন্দ্র সংগীত শিল্পীদের দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যেত। তাদের অন্য পেশায় আসতেই দেখিনি। কি জানি আমরা কোন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। বড্ড ভয় করে’।
সঙ্গে সঙ্গে তাকে পাল্টা জবাব দিয়েছেন ইমন। ভদ্র মার্জিত জবাবে তিনি লেখেন, ‘শুধু রবীন্দ্র সংগীত শিল্পীদের সম্মান করেন? শিল্পীর তো আলাদা করে কোনো জাত নেই। শিল্পী মানে যিনি শিল্প সৃষ্ট করেন। এই পোশাকটি যিনি বানিয়েছেন তিনি শিল্পী, মেকআপ যিনি করেছেন তিনিও শিল্পী, ছবি তুলেছেন যিনি তিনিও, আমিও। শিল্পী শুধু আপনাদের মাথা নত বা উঠানোর জন্যে বাঁচেন না। নিজের জন্যও বাঁচেন। রইল বাকি রবীন্দ্রনাথের কথা, আগে ওনাকে জানুন, পড়ুন ও বুঝুন। পরে সম্মান করবেন।’
এর আগেও সমালোচনার কড়া জবাব দিতে দেখা গেছে ইমনকে। তার যোগাসনের ছবিতে কুৎসিত মন্তব্য করায় আইনি পদক্ষেপ পর্যন্ত নিয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।