বিনোদন ডেস্ক : অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে।
বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।
মোনালিসা নিজের যে সাম্প্রতিক রিল ভিডিওটির সূত্র ধরে চর্চার আলোয় রয়েছেন, সেখানে তাকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আপ যেয়সা কই মেরে জিন্দেগি মে আয়ে’র তালে নাচতে দেখা গিয়েছে। বেগুনি রঙের একটি ঝলমলে শর্ট ড্রেসে একদিন দেখা মিলেছে তার। উল্লেখ্য গানটি অনিরুদ্ধ আইয়ার পরিচালিত আসন্ন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র।
আগামী ২’রা ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি মুক্তির আগেই মোনালিসা এই গানের তালে রিল ভিডিও বানিয়েই আবারো সকলের মন জয় করে নিয়েছেন। প্রশংসাও কুড়িয়েছেন অনেক। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই আবারো চর্চিত তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।