বোল্ড ফটোশুটে ভক্তদের নজর কাড়লেন জাতীয় ক্রাশ রাশমিকা

রাশমিকা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী রশ্মিকা মান্দনা বর্তমানে ২৬ বছর বয়সী। তবে তিনি এখন পুরুষদের ‘জাতীয় ক্রাশ’ হয়ে উঠেছেন। প্রতিদিন তিনি শরীর চর্চা ও ডায়েটের মাধ্যমে নিজের ফিগার বজায় রাখেন। তার ফ্যাশন ও ইউনিক স্টাইলে মজেন সকলে।

রাশমিকা

নায়িকা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক এক্টিভ। আয়েদিন ক্যামেরার সামনে নিত্য নতুন ফ্যাশন ও লুকে দেখা যায় তাকে। যেমন সম্প্রতি তার একটি দুর্দান্ত বোল্ড লুক সামনে এসেছে।

ফিল্মফেয়ার এর জন্য তিনি সম্প্রতি অনেক ফটোশুট করেছেন। যেখানে তাকে সাদা ক্রপ টপ ও সাদা প্লাজো প্যান্ট পরনে দেখা যাচ্ছে। অন্য ফটোতে আবার কমলা ব্রালেটে ও সাদা প্যান্ট পরেছে তিনি। খোলা চুল, ন্যুড মেকআপ ও লাস্যময়ী পোজে রশ্মিকা হয়ে উঠেছেন অপরূপা। ২২ লাখের বেশি লাইক এসেছে ফটোগুলিতে।

পরীক্ষার হলে স্কুলছাত্রের চাপাতি নিয়ে প্রবেশ

এই ধরণের লুকে রশ্মিকাকে দেখে নেটিজেনরা বেশ চমকে উঠেছে। তবে ভক্তরা এমন লুকে মজেছে তার। যে কোনো লুকেই যে তিনি সম্পূর্ণভাবে হিট তা আবারো একবার বুঝিয়ে দিলেন নায়িকা। উল্লেখ্য, ‘Mission Mangal’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন নায়িকা। যার বিপরীতে অভিনয় করবে Siddharth Malhotra।