স্বামী বিক্রান্তের সাথে বোল্ড ফটোশুটে মোনালিসা, তুমুল ভাইরাল ভিডিও

বোল্ড ফটোশুটে মোনালিসা

বিনোদন ডেস্ক : অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে।

বোল্ড ফটোশুটে মোনালিসা

বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনি এক ঝলকের সূত্র ধরে চর্চায় এই তারকা জুটি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। মোনালিসার পাশাপাশি বিক্রান্তও বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।

তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় এই তারকা জুটির এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন মোনালিসা। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

সম্প্রতি এই তারকা জুটি এক নামি ম্যাগাজিনের হয়ে বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে সেই ঝলকই রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা নেটমাধ্যমে নিজেরাই শেয়ার করে নিয়েছেন তারা। রিল ভিডিও আকারেই ফটোশুটের ঝলক শেয়ার করতে দেখা গিয়েছে তাদের।

আপনার প্রেমিকা ‘ড্রামা কুইন’?, এই দেখেই বিষয়গুলো মিলিয়ে নিন

ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘মানিকে’এর হিন্দি ভার্সন। ভিডিওতে অভিনেত্রীকে গোল্ডেন রঙের একটি অফ-শোল্ডার লং ড্রেসে ছিলেন। অন্যদিকে বিক্রান্ত কালো প্যান্ট সিলভার রঙের ব্লেজারে দেখা দিয়েছেন। আপাতত নিজেদের এই সাম্প্রতিক ফটোশুটের লুকের খাতিরেই চর্চায় তারা।