স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে শিখর ধাওয়ানের আলাদা পরিচিত রয়েছে। মাঠে তার ক্ষিপ্রতা ও দুর্দান্ত পারফরমেন্স চোখে পড়ার মতো। ৩৬ বয়সি এই ক্রিকেটার নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। বলিউড সিনেমায় ডেব্যু হতে যাচ্ছে তার।
এই বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে ব্যাট করবেন হুমা কুরেশি। ডাবল এক্সএল ছবিতে এই দুজনের রসায়ন দেখতে পাবে দর্শক।
সিনেমাটি পরিচালনা করছেন সতরাম রমানি। আগামী মাসের ৪ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে। ধাওয়ান এই সিনেমার বিষয়ে আশাবাদী। তিনি জানান, অভিনয়টা তার সহজাত। সোশ্যাল মিডিয়ায় একাধিক রিলস বানিয়ে পোস্ট করেন তিনি।
ধাওয়ান আরও জানান যে, তিনি যখন সিনেমার শুটিংয়ে যান তখন দারুন মজা করেন। তাকে নাচ শেখানো হলে সেটা দ্রুত শিখে ফেলেন। সঠিকভাবে সেটা করার চেষ্টা করেন। তিনি দর্শকদের উদ্দেশে জানান, এই ছবিটির মাধ্যমে সমাজকে একটি দারুন বার্তা দেওয়া হয়েছে। মানুষের চেহারা নিয়ে সমাজে বদ্ধমূল ধারণা রয়েছে সেটাকে এই ছবি ভাঙার চেষ্টা করবে। একটা পজিটিভ বার্তা পৌঁছে দেবে ডাবল এক্সএল।
মুকেশ আম্বানীর বাড়ির দেখাশোনা করেন ৬০০ জন, পরিচারকদের যত টাকা বেতন
সহ অভিনেত্রী হুমার প্রশংসা করতে ভোলেননি শিখর ধাওয়ান। ‘হুমা অত্যন্ত ভালো মনের মানুষ। হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে। হুমা আমাকে শুটিংয়ে অনেক সাহায্য করেছেন।’ জানা গেছে, সিনেমাটির শুটিং শেষ হয়ে গেছে। আর কদিন পর মুক্তি পাবে। এই সিনেমা করতে গিয়ে হুমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।