‘টাকার লোভে ললিতের সঙ্গে প্রেম’ মন্তব্যের জবাবে যা বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদির অন্তরঙ্গ মুহূর্তের কাটানো বেশ কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে গত বছর। টুইটে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে রীতিমতো ভারতজুড়ে হইচই পড়ে যায়। রাতারাতি ‘গোল্ড ডিগার’ (টাকার লোভীর) তকমা জোটে সুস্মিতার কপালে। ‘টাকার লোভে ললিতের সঙ্গে প্রেম’, এমন কটূক্তিও করা হয় সুস্মিতাকে নিয়ে। সেই কটাক্ষের জবাব দিয়েছেন সুস্মিতা। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘এটা ভালো লাগে যে ‘গোল্ড ডিগার’ শব্দের যথার্থ ব্যবহার করা গিয়েছে আমায় দিয়ে।’

তিনি বলেন, ‘একটা অপমান তখনই অপমান হয়, যদি তুমি তা গ্রহণ কর। না নিলে জানালা দিয়ে বেরিয়ে যাবে। কিছু বিষয়ে কথা বলার অধিকার কারো নেই। আমি ভীষণভাবে ‘সিঙ্গেল’। যদিও সেটা জানা না জানা কারো এখতিয়ারের মধ্যে পড়ে না।’

ললিতের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন, ‘যখন সত্যি আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, এক দীর্ঘ পোস্ট করলাম, তখন আমার শুভাকাঙ্ক্ষীরা বলেন, ‘সুস্মিতা তো এমন নয়! আমরা তোমায় চিনি, তোমার এ বিষয়ে কিছু বলারই প্রয়োজন ছিল না।’ আসলে আমি এমনভাবে বেড়ে উঠিনি যেকোনো সমস্যা হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব প্রকাশ করে দেব। আমি সময় নিয়ে বোঝার চেষ্টা করি, তারপর কোনো মন্তব্য করি।’

৪৭-এ এসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সুস্মিতা। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফিরছেন পর্দায়। খুব শিগগিরই ‘তালি’ ছবিতে রূপান্তরকামী নারী গৌরী শিন্ডের চরিত্রে দেখা যাবে সুস্মিতাকে।