বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করায় কাকে কটাক্ষ করলেন তাপসী পান্নু

বিনোদন ডেস্ক : দীর্ঘ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা সবাই বিয়ে করলেও তার মধ্যে বিয়ের কোনও তাড়া নাই। এদিকে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন পান্নু। তবে সম্প্রতি তিনি প্রথমবারের মত ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশন করেছেন। সেখানেই বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে অভিনেত্রী কাউকে কটাক্ষ করে বলেছেন ‘এখনও অন্তঃসত্ত্বা হইনি’।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী তাপসী পান্নু কে নানা বিষয়ে প্রশ্ন করছিলেন তার ভক্তরা। তার ঘুরতে যাওয়ার ইচ্ছে, পছন্দের জায়গা, এমনকি প্রেম নিয়েও একাধিক প্রশ্ন করা হয়েছে তাকে। কিন্তু যখন অভিনেত্রীকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় তখন একটি মারাত্মক উত্তর দিয়ে প্রশ্নদাতাকে চুপ করিছে দিয়েছেন তাপসী।

এসময় অভিনেত্রী লেখেন ,‘এখনও অন্তঃসত্ত্বা হইনি’। একই সঙ্গে তিনি আরো লেখেন, ‘এখনই করছি না আপাতত। যখন করব আপনাদের সবাইকে জানাবো।’

এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় তার বিমুখতা নিয়ে প্রশ্নের উত্তরে তাপসী জানান, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।’

কিছুদিন হলো তাপসী পান্নু রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’র শুটিং শেষ করেছেন। বর্তমানে তামিল সিনেমা ‘এলিয়েন’-এর শুটিং করছেন।