বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম হার্টথ্রব- হৃতিক রোশন। শিশুশিল্পী হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন এই অভিনেতা। বলিউডে আজ তিনি সুপ্রতিষ্ঠিত অভিনেতা। ছবিতে অভিনয় করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকা। প্রথম প্রথম সহকারি পরিচালক হিসেবে নিজের বাবার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে নিজের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ছবি থেকে মোট আয়ের ৫০ শতাংশ নেন তিনি।
কিং খান। গোটা বিশ্বে এই নামেই পরিচিত তিনি। বর্তমানে তিনি কোটিপতি হলেও ক্যারিয়ারের শুরুটা ছিল অত্যন্ত কষ্টের। জীবনের প্রথম পারিশ্রমিক তিনি পেয়েছিলেন সামান্য কিছু টাকা। নিজের ইচ্ছে, নিরলস পরিশ্রম তাঁকে আজ খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। বর্তমানে একশ থেকে দেড়শ কোটি টাকা প্রতি ছবিতে নেন কিং খান। তবে নিজের পরিচালিত ছবি থেকে প্রাপ্ত অর্থের ৬০ শতাংশ নেন তিনি।
বলিউডের পারিশ্রমিকের কথা বললে কোটির নিচে কথা হয় না। আর ছবি যদি বক্স অফিস হিট করে তাহলে তো সোনায় সোহাগা। বহুদিন আগে কোটির ক্লাবে নাম লিখিয়েছেন আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত তিনি। বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে তিনি একজন। যেদিন থেকে নিজের ছবি পরিচালনা শুরু করেছেন, সেদিন থেকে ছবি থেকে মোট আয়ের ৭৫ শতাংশ নেন তিনি।
১১ বছরের কেরিয়ারে একাধিক সিনেমা করেছেন ঋষি কাপুরের পুত্র রণবীর কাপুর।তারকা বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তিগত জীবনের কারণে খবরের শিরোনাম কেড়েছেন। প্রতি ছবিতে তাঁর পারিশ্রমিক ৭০ কোটি টাকা।
বলিউডের ‘মোস্ট স্টাইলিস’ নায়ক রণবীর সিং। প্রতি ছবিতে তার পারিশ্রমিক ৫০কোটি টাকা।
বলিউডের সবথেকে পরিশ্রমই অভিনেতার নাম বলতে বলা হলে একটাই নাম আসে, তিনি আর কেউ নন-অক্ষয় কুমার। বর্তমানে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে তিনি একজন। এই মুহূর্তে প্রতিটি ছবি থেকে তিনি নাকি পারিশ্রমিক নেন ১৩৫ কোটি টাকা।
কবীর সিং-এ শাহিদের অভিনয় প্রশংসিত হয়েছে সিনে মহলে। তারপর থেকেই অনেকটাই কদর বেড়েছে শাহিদ কাপুরের।শাহিদের এখনকার পারিশ্রমিক নাকি প্রতি ছবিতে এখন ৩০ কোটি টাকা।
বি-টাউনের ‘মোস্ট ওয়ান্টেড ভাই’ সলমান খান। বলিউডের ব্যাচেলর’ তকমা আজও তাঁর সঙ্গে যায়। জীবনে একাধিক প্রেম আসলেও ছাদনাতলা পর্যন্ত পৌঁছেনি কোনোটাই। কিন্তু দিনে দিনে ব্যাংক ব্যালেন্স বেড়েই চলেছে ভাইজানের। তাঁর ছবি মানেই ১০০ কোটি ক্লাব ছাড়াবেই। নিজের ছবি পরিচালনা করে তার ৭০% অর্থ তিনি নিজেই নেন। অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মা দক্ষিণী সিনেমা জগতের দুই ব্লকবাস্টার অভিনেতা বিক্রম রবিচন্দ্র ও মহেশ বাবুর সঙ্গেও কাজ করেছেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।