বলিউডের ‘মুন্নি’ এবার নতুন অবতারে

মালাইকা আরোরা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু আইটেম গানে কাজ করেই নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন। বলিউডে আইটেম গানের আদর্শও বলা হয় তাকে। তাইতো আইটেম গানের কথা আসলেই চোখে পড়ে ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া গান’ দুইটি। এবার নতুন অবতারে হাজির হলেন এই নায়িকা।

মালাইকা আরোরা

আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে টিজারটি মুক্তি দেন নির্মাতারা। তাতে একটি গানে কোমর দুলাতে দেখা যায় তাকে। খুব স্বল্প সময়ের জন্য হলেও মালাইকার নয়া লুক দৃষ্টি কেড়েছে নেটিজেনদের।

An Action Hero (Official Trailer) Ayushmann Khurrana, Jaideep A | Aanand L Rai, Anirudh | Bhushan K

সিনেমাটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। তিনি জানান, সিনেমাটিতে একাধিক ভালো ভালো গান রয়েছে। তবে সেসব গানগুলোর শিরোনাম কী তা প্রকাশ্যে আনেননি। এমনকী মালাইকা আরোরাকে যে গানে নাচতে দেখা যায় সেই গানের নামও জানাননি তিনি। টিজার থেকেও গানের শিরোনাম বোঝা যায়নি।

শাকিব খানের বাসায় যা ফেলে গেল চোর

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুধু সিনেমাটির একটি গানে পারফর্ম করেননি মালাইকা আরোরা। তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন— আয়ুষ্মান খুরানা ও জয়দীপ। অ্যাকশন ঘরানার এ সিনেমা আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে।