বলিউডের ‘স্টারডম’ দেখাবেন শাহরুখপুত্র

শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এতোদিন কেবল শাহরুখপুত্র হিসেবে তার পরিচিতি থাকলেও, এবার নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় কাজ শুরু করেছেন তিনি।

শাহরুখপুত্র

তবে বাবার মতো ক্যামেরার সামনের কাজে আগ্রহী নন আরিয়ান। তার পছন্দ ক্যামেরার নেপথ্যের কাজ। ইতিমধ্যেই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে তার। সদ্য নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ। নিজের প্রথম কাজে বলিউডের বাদশাকে ‘অ্যাকশন’ বলার সুযোগ পেয়েছেন তিনি।

তবে এবার আর কয়েক মিনিটের কাজ নয়, পুরো একটা ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখপুত্র। শোনা যাচ্ছে, সিরিজের নাম হতে চলেছে ‘স্টারডম’। বলিউড তারকাদের জীবনের চাকচিক্য থেকে ওঠাপড়া, খ্যাতির ভালো দিক, খারাপ দিক সবটাই থাকবে আরিয়ানের সিরিজে।

গত বছর শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এবার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা। শাহরুখপুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আরিয়ানের ডেবিউ সিরিজ স্টারডম-এ ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খান ও রণবীর সিংকে। মোট ৬টি এপিসোড নিয়ে মুক্তি পাবে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’।

গায়ক নোবেল একদিনের রিমান্ডে

আর প্রথম প্রজেক্টে কোনোরকম ত্রুটি রাখতে চান না আরিয়ান। এ টু জেড পারফেক্ট করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে আরিয়ান খানের ‘স্টারডম’।