বলিউডের ভাগ্য নির্ভর করছে নতুন এই ৫ জুটির উপর

বলিউডের ভাগ্য

বিনোদন ডেস্ক : বিশেষজ্ঞদের মতে, ‘ব্রহ্মাস্ত্র’ থেকে ‘ফাইটার’ বলিউড পাচ্ছে নতুুন ৫ জুটিকে। ফলে করোনা মাহামারীর পর এই নতুন পাঁচ জুটির কারণে বড়সড় লাভের অঙ্ক কষতে পারে বলিউডের বক্স অফিস।

বলিউডের ভাগ্য

বলিউড সিনে প্রেমীরা শীঘ্রই পাঁচটা নতুন জুটি দেখতে পাবে বড় পর্দায়। রণবীর কাপুর-আলিয়া ভাট: ব্রহ্মাস্ত্র, বিজয় দেবেরাকোন্ডা-অনন্যা পান্ডে: লাইগার, প্রভাস-কৃতি স্যানন: আদিপুরুষ, রণবীর সিং-জ্যাকলিন ফার্নান্ডেজ: সার্কাস, হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন: ফাইটার। আসতে চলেছে নতুন পাঁচ ছবি। ফলে বিশেষজ্ঞদের একাংশের মতামত, এই পাঁচ জুটির জোরেই বলিউডের বক্স অফিস শক্তিশালী হতে পারে।

ব্রহ্মাস্ত্র : অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত ছবিতে রণবীর কাপুর-আলিয়া ভাটকে দর্শক প্রথমবার বড় পর্দায় জুটিতে দেখতে পাবে। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’।

লাইগার : ধর্মা প্রোডাকশনের আসন্ন ছবি ‘লাইগার’-এর সঙ্গে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের এই হার্টথ্রব নায়ক বিজয় দেবেরাকোন্ডার। এই ছবিতেই দর্শক তাঁকে প্রথমবার অনন্যা পান্ডের সঙ্গে জুটিকে দেখতে পাবে। এই অ্যাকশন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ অগস্ট। হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালায়ালাম, এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’।

আদিপুরুষ : ওম রাউত পরিচালিত ছবিতে প্রথমবার জুটিকে দর্শক দেখতে পাবেন প্রভাস এবং কৃতি শ্যাননকে। ছবিতে প্রভাসকে দেখা যাবে রামচন্দ্রের রূপে। ১২ জানুয়ারি ২০২৩, বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে এই 3D সিনেমা। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।

সার্কাস : গুলজারের ১৯৮২ সালের কমেডি ক্লাসিক ‘আঙ্গুর’ থেকে অনুপ্রাণিত রোহি শেট্টি পরিচালিত এই ছবিতে। প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন রণবীর সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিতে রণবীরকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চলতি বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

এবারের ঈদেও বিক্রি হলোনা ৫০ মণ ওজনের ‘কালো মানিক’

ফাইটার : সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবি ‘ফাইটার’। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম। এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন হৃতিক ও দীপিকা।