বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন অনেকেই জানতে আগ্রহী থাকেন। সোশ্যাল মিডিয়ার হাত ধরে খুব সহজেই সেলিব্রেটিদের সেই সমস্ত তথ্য মানুষের সামনে উঠে আসে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া ঘিরে বিভিন্ন সেলিব্রিটিদের ছবি ভাইরাল হতে দেখা যায়।
সেই সমস্ত ছবি দেখে অনেক সময় ভক্তেরা সেলিব্রেটিদের চিনে উঠতে পারেন না। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ছবিতে চারজন সুন্দরী নারীকে দেখা যাচ্ছে। এই চার সুন্দরী বলিউডের বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী। আজ তাদের সম্পর্কেই জানাবো। চলুন বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। ছবিতে রয়েছে বলিউডের চার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ছবি প্রকাশের পর তার দুটো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিটি পছন্দ করার সঙ্গে সঙ্গে নানা মন্তব্য করছেন। প্রসঙ্গত, এই চার অভিনেত্রী ৫০-৭০ দশকে বলিউডে রাজত্ব করতেন। একাধিক জনপ্রিয় ছবি তারা দর্শকদের উপহার দিয়েছে।
ছবিতে নীল শাড়িতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি অভিনেত্রী শুভ খোটেক। অভিনেত্রী শুভ খোটেকের পাশে সবুজ রঙের শাড়িতে রয়েছেন অভিনেত্রী অনিতা গুহ। এরপর তিন নম্বরে রয়েছেন অভিনেত্রী নন্দা, যাঁকে ক্রিম রঙের শাড়িতে দেখা যাচ্ছে। চার নম্বরে জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রেহমানকে গোলাপি শাড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।
চার অভিনেত্রী সম্পর্কে জেনে নিন
১) শুভা খোটে
মারাঠি-কোঙ্কনি পরিবারে শুভ খোটে জন্মগ্রহণ করেন। তিনি এক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ‘পেইং গেস্ট’, ‘লাভ ইন টোকিও’, ‘তুমসে আচ্চা কৌন হ্যায়’, ‘আন্দাজ, ‘বা বহু’ এবং ‘বেবিতে’ ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গেছে।
তাঁর ছোট ভাই ভিজু খোটে, যিনিও একজন জনপ্রিয় বলিউডের জনপ্রিয় অভিনেতা।
২) অনিতা গুহ
অভিনেত্রী অনিতা গুহ বহু হিট সিনেমায় কাজ করেছেন। তবে তিনি পৌরাণিক ভূমিকায় অভিনয়ের জন্য বেশি খ্যাতি অর্জন করেছিলেন। ‘জয় সন্তোষী মা’ চরিত্রে অভিনয় অভিনেত্রীকে স্মরণীয় করে রেখেছে। এছাড়া তিনি সীতার চরিত্রেও অভিনয় করেছিলেন।
৩) নন্দা
অভিনেত্রী নন্দা বহু হিট ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সে সময় তিনি সবচেয়ে সুন্দরী নায়িকাদের মধ্যে শীর্ষে ছিলেন। বহু হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হলো ‘যব-জব ফুল খিলে’, ‘গুমনাম’এবং ‘প্রেম রোগ’।
৪) ওয়াহিদা রেহমান
বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন ওয়াহিদা রেহমান। তিনি হিন্দি ছাড়াও বহু তেলেগু, তামিল ও বাংলা ছবিতে কাজ করেছেন। ১৯৫০-৭০ দশকে তিনি চলচ্চিত্রে নিজের কারিশমা দেকিয়েছেন। তিনি ফিল্মফেয়ার, লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.