বিনোদন ডেস্ক : শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। ভারতের হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে নিজের ব্লগে জানিয়েছেন অভিনেতা। জানান, ভারতের হায়দ্রাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সেখানেই পাঁজরে চোট পান বিগ বি। তার পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে। অভিনেতাকে হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। তবে এখন কিছুটা ভালো রয়েছেন অভিনেতা।
তবে এই প্রথমবার নয় যে অমিতাভ গুরুতর আহত হলেন শুটিং সেটে। ৪০ বছর আগে মারাত্মকভাবে আহত হয়েছিলেন অভিনেতা। তখন চিকিৎসকরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ বলেও ঘোষণা করেছিলেন!
প্রায় ৪০ বছর আগে ১৯৮২ সালে বেঙ্গালুরুতে ‘কুলি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় পুনিত ইস্যারের সাথে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করছিলেন বিগ বি। দৃশ্যটির সময় অমিতাভ বচ্চন মারাত্মক আঘাত পেয়েছিলেন। বিগ বি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে লাফিয়ে পড়েছিলেন, যার ফলে তার সহ-অভিনেতা দুর্ঘটনাক্রমে তার অন্ত্রে একটি মারাত্মক কিল মেরে বসেন। দুজনেরই অসচেতনতায় ঘটে যায় এই দুর্ঘটনা। পেটে কিল খেয়ে বিগ বি চেতনা হারিয়ে ফেলেন এবং তাকে জরুরি ভিত্তিতে সেন্ট ফিলোমেনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর বলে তাকে মুম্বাইয়ে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।
হাসপাতালে নেওয়ার সময় অমিতাভের তলপেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। যার ফলে প্রাথমিকভাবে অভিনেতাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। চিকিৎসকরা অবশ্য তাকে অ্যাড্রেনালাইন ইনজেকশন দিয়ে পুনরুজ্জীবিত করেছিলেন। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় জীবন ফিরে পান বিগ বি।
অমিতাভের সেই দুর্ঘটনা বলিউডের ইতিহাসে অন্যতম একটি ঘটনা হিসেবেই স্থান পেয়েছে। অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ভক্ত-অনুরাগীরা হাসপাতালের চারপাশে ভিড় করেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করেন। অনেক ভক্ত নিজেদের রক্ত দিয়ে অভিনেতাকে চিঠিও লিখেছিলেন। ভারতের শীর্ষ রাজনীতিবিদরাও অমিতাভের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।