বিনোদন ডেস্ক : দক্ষিণী ছবির কাছে যেন পাত্তাই পাচ্ছে না বলিউড। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে দক্ষিণের ছবিগুলো, অন্যদিকে বলিউডের ছবিগুলো ফিরছে খালি হাতে। বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন মনে করেন, এর পেছনের কারণ হলিউডের অনুকরণ করতে গিয়ে ডুবছে বলিউড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণের ছবির সাথে বলিউডের ছবির পার্থক্য নিয়ে কথা বলেছেন রাভিনা। তিনি মনে করেন, দক্ষিণী ছবিগুলোর শেকড় হলো ভারতের সংস্কৃতি। কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে বেশি।
অভিনেত্রী বলেন, ‘নব্বইয়ের দশক পর্যন্ত বলিউডের ছবিতে সুরেলা গান ছিল, ভালো গল্প ছিল। এরপর নির্মাতারা পশ্চিমের দিকে ঝুঁকলেন। তারা সবাই হলিউড হতে চাইলেন। সিনেমায় তার ছাপ পড়লো। ভারতের সংস্কৃতি হারিয়ে যাওয়া শুরু করলো সিনেমা থেকে। দক্ষিণে শুটিং করতে গিয়ে দেখলাম ওরা ওঁদের সংস্কৃতির কদর করে, প্রথা মানে। সিনেমায় সেগুলো ফুটিয়ে তোলা হয়। আর তা দর্শকের সাথে সংযোগ তৈরি করতে পারে এবং সুপার-ডুপার হিট হয়।’
এবছরের শুরুতে রাভিনাকে দেখা গেছে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজ ‘আরণ্যক’-এ। সেখানে তিনি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আশুতোষ রানার সঙ্গে। রাভিনা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কেজিএফ টু’। সিনেমায় আরো অভিনয় করেছেন- যশ, শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ টু’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।