বিনোদন ডেস্ক: অভিনয় ভালোবেসে বিনোদন জগৎকে অনেকেই বেছে নেয়। বলিউড ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখা যায়, এমন অনেক তারকাকে, যারা ভালোবেসে অভিনয় জগতে পা দিয়েছিলেন। ভক্তদের মন জয়ও করে নিয়েছিলেন তারা, কিন্তু তাদের পরিণতিটা যেন ছিল বিষাদপূর্ণ।
হ্যাঁ, আজ আপনাদের এমনসব তারকার কথা বলব, যাদের সৌন্দর্য ও অভিনয়গুণ ছিল অসাধারণ, তবে মৃত্যুটা ছিল রহস্যে ঘেরা।
জিয়া খান: শুরুটা এই সময়ের নায়িকাকে দিয়েই করা যাক। আমির খানের বিপরীতে গজনি মুভিতে অভিনয় করার পর তাকে আর কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়নি। কারণ, এরপরই তার রহস্যময় মৃত্যু হয়। মরদেহ তার ফ্ল্যাটে পাওয়া গেলে পুলিশ এটি আত্মহত্যা বলে ধরে নেয়।
তবে এই মৃত্যুর অভিযোগ রয়েছে বলিউডেরই এক নায়ক সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে। তিনি নাকি জিয়া খানের বয়ফ্রেন্ড ছিল। মৃত্যুর সময় জিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। জিয়ার মায়ের দাবি ছিল, পরিস্থিতির চাপে তার মেয়ে বাধ্য হয়েছিল নিজেকে শেষ করতে।
সিল্ক স্মিতা: আইটেম গার্ল থেকে অভিনেত্রী হয়েছিলেন তিনি। তাকে চিনতে কষ্ট হলে বিদ্যা বালান অভিনীত ডার্টি পিকচারের কথা মনে করুন। ওই মুভিতে বিদ্যা যে চরিত্রে অভিনয় করে তা মূলত এই নায়িকা। তারও মৃত্যু রহস্যে ঘেরা। মুম্বাইয়ের নিজের আবাসনে আত্মহত্যা করেছিলেন তিনি। কিন্তু কেন আত্মহত্যা করেছিলেন, তার উত্তর এখনো সবার অজানা।
গুরু দত্ত: এবার এক অভিনেতার কথা বলা যাক। তার নাম গুরু দত্ত। মাত্র ৩৯ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতেও জড়িয়ে আছে রহস্য। ‘কাগজ কে ফুল’খ্যাত এই অভিনেতা-পরিচালক মারা গিয়েছিলেন মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করে। মৃত্যুর আগের দিনও তাকে হাসোজ্জ্বল দেখতে পাওয়ায় এখনো অনেকের মনে প্রশ্ন: এই মৃত্যু স্বেচ্ছায়, ভুলবশত, না কারো প্রতিহিংসায় হয়েছে।
পারভিন ববি: ১৯৮০-র দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী পারভিন ববি। থার্টথ্রব এই নায়িকার মৃত্যু ঘটে তার ফ্ল্যাটেই। তবে কবে তার মৃত্যু হয়েছে, তা তার প্রতিবেশীরা টেরই পাননি। নায়িকার ফ্ল্যাটের দরজার সামনে খবরের কাগজ আর দুধের প্যাকেট দিনের পর দিন জমতে দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে মৃত পারভিনকে।
দিব্যা ভারতী: মাত্র ১৯ বছর বয়সে ছাদ থেকে পড়ে মারা যান দিব্যা ভারতী। মিষ্টি মুখের এই চেহারার সঙ্গে সাদৃশ্য রয়েছে আরেক থাটথ্রব নায়িকা শ্রীদেবীর। দিব্যা ভারতীর মৃত্যু হয়েছিল ১৯৯৩ সালের ৭ এপ্রিল। নিজের ভারসোভার ফ্ল্যাট থেকে পড়ে গিয়ে মারা যান তিনি। সেদিন তাদের বাড়িতে পার্টি চলছিল। পরিবার থেকে বলা হয়েছিল, মদ্যপ অবস্থায় টাল সামলাতে না পেরেই পড়ে গিয়েছিলেন তিনি। তবে এ মৃত্যুকে অনেকেই তার স্বামী বিখ্যাত প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালের পরিকল্পিত খুন বলে মনে করে।
শ্রীদেবী: ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। তার মৃত্যুও রহস্যময়। দুবাইয়ে তিনি স্বামীর সঙ্গে গিয়েছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেখানে অবস্থান করার জন্য ওঠেন একটি সাততারা হোটেলে। অথচ সেই হোটেলের রুমের বাথটাব থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দেরিতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুনাল সিংহ: ‘দিল হি দিল ম্যায়’ ছবির অভিনেতা। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও অভিনেতার বাবার দাবি, কুনালকে খুন করা হয়েছে।
সুশান্ত সিংহ রাজপুত: ১৪ জুন ২০২০ মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় এই অভিনেতার ঝুলন্ত মরদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যা। তবে অনেকে এখনো ভাবছে হত্যা। ২ বছর কেটে গেলেও এই রহস্যময় মৃত্যু হত্যা না আত্মহত্যা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।