বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। এবার নায়িকা ছাড়াই শাকিব খান নতুন গানের শুটিংয়ে অংশ নিলেন নিজ দেশে। সেই লুক সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
‘রাজকুমার’ এর গানের শুটিংয়ে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার গানের শুটিং। গানটির কথা ছিল এমন, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’। এই গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।
এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা।
গত বছর ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইতে শুটিং হয়, সেখানে মার্কিন নায়িকাও হাজির হন। জানা গেছে, ঢাকার শুটিং শেষ করেই শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।
স্মার্ট বাংলাদেশের আদলে মেহেরপুরকে গড়ে তোলা হবে : জনপ্রশাসন মন্ত্রী
আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।