কারও ৫১ তো কারও ৬১, রইল এই তারকাদের আসল বয়স

জনপ্রিয় অভিনেতাদের

বিনোদন ডেস্ক : দিন আসে দিন যায়, তবে বলিউড তারকাদের চেহারাতে বয়সের ছাপ পড়ে না। ২০ বছর আগেও তাদের যেরকম চেহারা ছিল, আজও পর্দাতে তাদের দেখলে সেই একইরকম মনে হয়। তবে তাই বলে কিন্তু তাদের বয়স কমছে তা নয়। ক্যামেরার সামনে যারা এখনও যুবক, তাদের আসল বয়স রীতিমতো তাক লাগিয়ে দেয়। আজ এই প্রতিবেদনে জেনে নিন আপনার পছন্দের তারকার প্রকৃত বয়স কত।

জনপ্রিয় অভিনেতাদের

অমিতাভ বচ্চন : অমিতাভ বচ্চন হলেন ৭০ এর দশকের নায়ক। বিগত ৫০ বছর ধরে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে নায়কের ভূমিকাতেই রয়েছেন। পদশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন বলিউডের বিগ বি। তার জন্ম হয়েছিল ১৯৪২ সালে। সেই হিসেবে এখন তার বয়স প্রায় ৮০ বছর।

ধর্মেন্দ্র : ধর্মেন্দ্র এক সময় ছিলেন বলিউডের সব থেকে বেশি হ্যান্ডসাম অভিনেতা। ৬০ বছরে তিনি ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার জন্ম হয়েছিল ১৯৩৫ সালে। তিনি অমিতাভ বচ্চনের থেকেও ৬ বছরের বড়। এখন তার বয়স প্রায় ৮৬ বছর।

শাহরুখ খান : বলিউডের বেতাজ শাহরুখ খান ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। এখন তার বয়স ৫৬ বছর। ক্যামেরায় তাকে দেখলে সেটা বোঝাই যায় না। বলিউডের কিং অফ চার্মিং ৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। সামনে মুক্তি পাবে তার বেশ কিছু ছবি।

অক্ষয় কুমার : অক্ষয় কুমার ৩৩ বছরের কেরিয়ারে ১০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া। ১৯৬৭ সালে একটি পাঞ্জাবী পরিবারে তার জন্ম হয়। বর্তমানে তার বয়স হল ৫৪ বছর।

হৃত্বিক রোশন : দক্ষিণী ছবি ‘বিক্রম ভেদা’র হিন্দি রিমেক মুক্তি পাবে খুব শীঘ্রই। এই ছবিতে অভিনয় করছেন হৃত্বিক রোশন। বলিউডের গ্রিক গডকে একসময় বিশ্বের দ্বিতীয় সুদর্শন পুরুষ বলা হত। তার বয়স এখন ৪৮ বছর। অভিনয়ের পাশাপাশি নাচের কারণেও তিনি খ্যাতি অর্জন করেছেন।

সেইফ আলি খান : সেইফ আলি খানের জন্ম হয়েছিল ১৯৭০ সালে। বর্তমানে তার বয়স হল ৫২ বছর। সেইফ ১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটান। সেই ছবিটি চূড়ান্ত ফ্লপ হয়। পরে অবশ্য বেশ কিছু সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছিলেন।

সালমান খান : সেলিম খানের পুত্র সালমান খান ও শাহরুখ খানের জন্মের সাল একই। তারা দুজনেই ১৯৬৫ সালে জন্মেছিলেন। এখন সালমানের বয়স ৫৬ বছর। বলিউডের অগ্রগতিতে শাহরুখের পাশাপাশি তার অবদানও কিছু কম নয়।

অনুষ্ঠানের মধ্যে খোলামেলা পোশাকে হাজির মাস্তরাম অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

শাহিদ কাপুর : ছবি দুনিয়াতে তার আগমন হয়েছিল একটি সুপারহিট ছবিতে নাচের দৃশ্যে অংশত মুখ দেখিয়ে। এই বছর তিনি ৪১ বছরে পা দিয়েছেন। ১৯৮১ সালে নয়া দিল্লিতে তার জন্ম হয়েছিল।

আমির খান : আর যে তারকার কথা না বললেই নয় তিনি হলেন আমির খান। আমির খানেরও জন্ম হয়েছিল ১৯৬৫ সালে। অর্থাৎ শাহরুখ, সালমান এবং আমির একই সালে জন্মেছিলেন। ৫৬ বছর বয়সী অভিনেতা যে কয়টি ছবিতে অভিনয় করেছেন সব কটিই হিট হয়েছে। ব্যতিক্রম হল ‘লাল সিং চাড্ডা’।