বিনোদন ডেস্ক : ১. সত্যপ্রেম কি কথা
২. সারজেন্ট
৩. পরস্ত্রী
৪. জারা হাটকে জারা বাঁচকে
৫. টিকু ওয়েডস শেরু
সত্যপ্রেম কি কথা
মূলত মারাঠি ফিল্মের নির্মাতা সামির বিদ্বানের বলিউড অভিষেক ফিল্ম, এটি একটি রোমান্টিক ড্রামা। ‘টাইম প্লিস’ (২০১৩), ‘ডাবল সিট’ (২০১৫), ‘আনন্দি গোপাল’ (২০১৯, ভারতীয় জাতীয় পুরস্কার) এবং ‘দুরালা’ (২০২০) বিদ্বান পরিচালিত মারাঠি ফিল্ম।
সত্যপ্রেম (কার্তিক আরিয়ান) তার বাবা নারায়ণ (গজরাজ রাও) এবং মা দিওয়ালি (সুপ্রিয়া পাঠক কাপুর) এবং বোন সেজালের (শিখা তালসানিয়া) সঙ্গে আহমেদাবাদের প্রহ্লাদ নগরে থাকে। বেশ কয়েকবার আইন বিভাগে ভর্তি হবার চেষ্টা করে সে ব্যর্থ হয়েছে। তার বাবাও জীবনে সে রকম সফল মানুষ নয়। সেজাল আর দিওয়ালি নাচের প্রশিক্ষণ দিয়ে পরিবার চালায়। সত্যপ্রেম কথাকে (কিয়ারা আডবানি) বিয়ে করতে চায় তবে আয় নেই বলে তা করতে পারছে না। নবরাত্রিতে কথার সঙ্গে দেখা হবার পর থেকে তাকে সে বিয়ে করার আশা করে আসছে। কথা জানায় সে তপনের (অর্জুন আনেজা) সঙ্গে প্রেম করছে তাই সত্যপ্রেমের প্রস্তাবে সায় দেয়া সম্ভব নয়। এর মধ্যে কথা জানায় তপনের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। নতুন আশা এবারের নবরাত্রিতে তাদের আবার দেখা হবে। সে কথার বাবা হরিকিষণের (সিদ্ধার্থ রান্দেরিয়া) সঙ্গে দেখা হলে সে জানায় কথা অসুস্থ। কথার সঙ্গে দেখা হলে সে জানতে পারে কথা আত্মহত্যার চেষ্টা করেছিল। তারা পরস্পরের আলোচনায় বিয়ে করে তবে নাক ডাকার ছুতায় কথা সত্যপ্রেমের সঙ্গে এক বিছানায় থাকতে রাজি হয় না। সত্যপ্রেম বুঝতে শুরু করে কথা তাকে এড়িয়ে চলছে। জানতে চাইলে কথা বোমা ফাটায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।