বিনোদন ডেস্ক : সিনেমা হিট না ফ্লপ হবে—সেটা আগে থেকে অনুমান করা বেশ মুশকিল বটে! এমনও হয় যে, কোনো একটি ছবিতে তারকা অভিনয়শিল্পীই নেই, অথচ ছবিটি সুপারহিট! আবার শাহরুখ-সালমানকে নিয়েও একটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। আবার নামমাত্র বাজেটের ছবিও সুপারহিট, অন্যদিকে বিশাল বাজেটের ছবি হলেও ব্যবসার মুখ দেখেনি! তেমন এক অঘটনই ঘটেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লেডি কিলার’ ছবির সঙ্গে!
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ ছবির একটি দ্য লেডি কিলার। এতে নায়ক ছিলেন এক প্রযোজকের ছেলে। তিনিও যথেষ্ট পরিচিত! কিন্তু দুর্বল গল্পর জন্য দর্শকের মাঝে সাড়া ফেলেনি।
এই ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে নায়ক ছিলেন অর্জুন কাপুর। নায়িকা ছিলেন ভূমি পেডনেকর। আর ৪৫ কোটির বাজেটে নির্মিত ছবিটি মাত্র ৬০ হাজার রুপির ব্যবসা করেছিল।
শ্রেয়া, সুনিধি বা নেহা নন, বলিউডে সবচেয়ে ধনী কে এই গায়িকা?শ্রেয়া, সুনিধি বা নেহা নন, বলিউডে সবচেয়ে ধনী কে এই গায়িকা?
দ্য লেডি কিলার পরিচালনায় ছিলেন অজয় বেহল। যৌথভাবে গল্প লিখেছেন পবন সোনি ও ময়ঙ্ক তিওয়ারি।
শুনলে অবাক হবেন যে, গোটা ভারতজুড়ে দ্য লেডি কিলার মুক্তির দিন টিকিট বিক্রি হয়েছিল ২৯৩টি! প্রথম দিনে ব্যবসা হয়েছিল মাত্র ৩৮ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।