আন্তর্জাতিক ডেস্ক : জানাজার নামাজেও বোমা হামলা চালানো হয়েছে আফগানিস্তানে। এতে তালেবান কর্মকর্তাসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নরের জানাজায় আজ বৃহস্পতিবার এ বোমা হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদীকে মঙ্গলবার গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়। একটি গাড়িতে করে দুই সঙ্গীসহ তিনি অফিসে যাচ্ছিলেন। বোমা হামলায় ঘটনাস্থলেই সঙ্গীসহ নিহত হন তিনি। আজ স্থানীয় সময় বেলা ১১টায় তার জানাজায়ও বোমা হামলা চালানো হলো।
তালেবান কর্মকর্তারা জানান, বাদাখশানের প্রাদেশিক রাজধানী ফাইজাবাদে একটি মসজিদে ডেপুটি গভর্নরের জানাজায় অংশ নিয়েছিলেন স্থানীয় বেশ কয়েকজন তালেবান কর্মকর্তাসহ মুসল্লীরা। তারইমধ্যে বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তালেবানের দুই কর্মকর্তা রয়েছেন। এদের একজন বাঘলান প্রদেশের সাবেক পুলিশ প্রধান সাফিউল্লাহ শামীম।
বোমার বিস্ফোরণের পর মসজিদের ভেতরে গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় শোক জানিয়ে তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকুর এক টুইটে বলেন, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শত্রুদের এই নির্মমতার তীব্র নিন্দা জানায়।
গাড়িবোমা হামলা চালিয়ে ডেপুটি গভর্নর আহমাদীকে হত্যার দায় স্বীকার করেছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সক্রীয় আইএস জঙ্গিরা। তাই আশঙ্কা করা হচ্ছে, জানাজায়ও বোমা হামলা চালিয়েছে তালেবানবিরোধী জঙ্গি গোষ্ঠীটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।