বনের রাস্তায় হঠাৎ পর্যটকদের সামনে ৬টি বাঘ

৬টি বাষ

আন্তর্জাতিক ডেস্ক : বনের রাস্তায় গাড়িতে চড়ে যাচ্ছিলেন পর্যটকরা। এমন সময় রাস্তা পার হতে শুরু করে ছয়টি বাঘ। তাদের মধ্যে একজন পর্যটকদের গাড়ির কাছাকাছি এসে ঘুরেও যায়। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

৬টি বাষ

ভিডিওটি কখন ধারণা করা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দ ভিডিওটি পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়িতে উৎসুক পর্যটকরা একেবারে নীরব হয়ে আছেন। এমন সময় একে একে ছয়টি বাঘ রাস্তা পার হতে শুরু করে।

সুশান্ত নন্দ বরাবরই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ভিডিও ও ছবি শেয়ার করেন। তার এসব পোস্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। বলা চলে, বন্যপ্রাণীদের নানা ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করার জন্য সুশান্ত নেটিজেনদের কাছে পরিচিত মুখ।

ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, চোখ জুড়িয়ে গেল। আরেকজন লিখেছেন, অসাধারণ।