বন্ড সই করার সময় তিশার হাতটা কেঁপে উঠেছিল

বন্ড সই

বিনোদন ডেস্ক : আগে অনেক কাগজেই সই করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নাটক-সিনেমার চুক্তিতে, বিয়ের কাবিননামায়। কোথাও একবারও হাত কাঁপেনি অভিনেত্রী। কিন্তু এবার সই করতে গিয়ে তার হাতটা কেঁপে উঠেছিল। তাহলে কী এমন কাগজে সই করলেন তিনি?

বন্ড সই

তিশা জানিয়েছেন, তার মা শাহীন মাহফুজা হকের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। এই অস্ত্রোপচার করার আগে বন্ড সই করতে হয়েছে তাকে। সেই সই দেয়ার সময়েই তার হাতটা কেঁপে উঠেছিল বলে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন তিশা।

বুধবার ঢাকার একটি হাসপাতালে তিশার মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হয়। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দেন তিশা। সেখানেই তার মায়ের অস্ত্রোপচারের কথা জানান অভিনেত্রী।

পোস্টে তিশা জানান, গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে তার মায়ের বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আরেকটা অপারেশন। এবার করা হচ্ছে নি-রিপ্লেসমেন্ট।

অভিনেত্রী তার পোস্টে লেখেন, ‘প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’ তিশা জানান, প্রতিটি অপারেশনের আগে তার মা তাদেরকে বলে, তারা যেন তার চোখের দুই মণিকে (ইনায়া এবং ইলহাম) দেখে। এই দুজনেই শাহীন মাহফুজা হকের নাতনি।

এটাও রাজকে আমার এক প্রকার ক্ষমা করে দেওয়া : পরীমনি

বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর, মেয়ে ইলহাম এবং সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব সিরিজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি পরিচালক তিশার স্বামী ফারুকী। তিনি অভিনয়ও করছেন সিরিজটিতে।