বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক সার্ভিস, আবার চালু হবে যখন

বাংলাদেশ ব্যাংক

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক সার্ভিস ৩৬ ঘণ্টা বন্ধ রয়েছে। জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদনের জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ওয়েবভিত্তিক সার্ভিস সোমবার (১৪ আগস্ট) রাত ৮ থেকে বন্ধ রয়েছে। আবারও এসব সার্ভিস চালু হবে বুধবার সকাল ৮টার পর।

বাংলাদেশ ব্যাংক

সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে গত বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ১১ দফা নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশের সাইবার জগতের ওপর সম্প্রতি হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। এর প্রেক্ষিতে, কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম থেকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ১ আগস্ট একটি হ্যাকার গ্রুপ থেকে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে, আইন প্রয়োগকারী সংস্থা ও ব্যাংক খাতে সাইবার আক্রমণের দাবি করা হয়।

কোটি টাকা দিয়ে নীতা আম্বানি কিনলেন এই ডল, সমালোচনার ঝড়

এছাড়া গত ৩ জুলাই একটি হ্যাকার গ্রুপ দাবি করে, বাংলাদেশি পরিবহন পরিষেবার ওপর এক ঘণ্টার জন্য তারা ডিডস আক্রমণ করেছিল। গত ২৭ জুন একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশের একটি সরকারি কলেজের ওয়েবসাইটকে বিকৃত করেছে।