চলমান উত্তেজনার মধ্যে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অবহিত করছে যে বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য উপযোগী নয়। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয় আলোচনা করছে এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সব ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হলো। পুনরায় কার্যক্রম শুরুর সময়পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’

প্রসঙ্গত, গত রোববার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, হিজাব ও নিকাব নিয়ে অবমাননাকর মন্তব্য, মুসলিম শিক্ষার্থীদের হেনস্তা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।
লায়েকা বশিরের পাশাপাশি বহিস্কার করা হয় ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকে। এই দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।

এদিকে লায়েকা বশীর ও এস. এম মহসিনকে বহিস্কার করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। সংগঠনটি গতকাল এক বিজ্ঞপ্তিতে বলছে, শুধু চিন্তা ও আদর্শের পার্থক্য থাকায় সুপরিকল্পিতভাবে ও নানা অজুহাতে শিক্ষকের বিদ্যায়তনিক স্বাধীনতাকে দঙ্গলবাজির মাধ্যমে খর্ব করা হয়েছে।
আরও পড়ুন : কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
তা ছাড়া শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক নিন্দনীয় নজির স্থাপন করেছে বলেও মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই সংগঠনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


