বন্ধুর সাথে চুলোচুলি করলেন ইমন চক্রবর্তী, তুমুল ভাইরাল ভিডিও

ইমন

বিনোদন ডেস্ক : টলিউডের একজন জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। একাধিক সিনেমায় গান গেয়ে তিনি মন জয় করেছেন শ্রোতাদের। তবে তাকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও, বাস্তবের ছবি কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বন্ধুর সাথে মারামারি করতে মত্ত হয়েছেন তিনি।

ইমন

কি অবাক হলেন তো? ভাবছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গায়িকা কীভাবে এই ঘটনা ঘটাতে পারেন? না না অবাক হবেন না। কারণ এটি ছিল নেহাতই মজা। আসলে একটি রিয়েল ভিডিও তৈরি করে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে বন্ধু নিলয় সেনগুপ্তের সঙ্গে চুলোচুলি করছেন তিনি। আর সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এ কেমন ভালোবাসা।’

উল্লেখযোগ্য, গত ২রা ফেব্রুয়ারী ইমন গাঁটছড়া বেঁধেছেন খ্যাতনামা সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সাথে। যদিও গত বছরেই সম্পন্ন হয়েছিল বাগদান পর্ব। এরপর চলতি বছরের শুরুতে আইনি ও শেষমেশ সকল রীতিনীতি মেনে এক হয়ে যাওয়া। সেইসময় সোশ্যাল মিডিয়ায় তারা ভাগ করে নিয়েছিলেন, গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের যাবতীয় আচারের ছবি।

পূজাকে নিয়ে এবার শাকিবের নয়া কৌশল

বিয়ের দিন ইমনের পরনে ছিল লাল বেনারসি ও সোনার গয়না। একইসাথে নীলাঞ্জন পরেছিলেন ধুতি-পাঞ্জাবি। ইতিমধ্যেই মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন এই তারকা জুটি। বর্তমানে কাজ, সংসার মিলিয়ে দিব্যি আনন্দে মেতে আছেন তারা। পাশাপাশি এই খুনসুটির ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর অনুগামীরা যে বেশ মজা পেয়েছেন, তা কমেন্ট দেখেই বোঝা গিয়েছে।