জুমবাংলা ডেস্ক : কনের বাবার অভিযোগ, তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন শুভ। কিন্তু মেয়ে প্রস্তাবে রাজি ছিলেন না যশোরে এক বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা আমানউল্লাহ (১৯) এবং একই এলাকার অয়ন (১৯)।
পুলিশের বরাতে অনলাইন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়েবাড়িতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন গ্রেপ্তার দুই যুবক। তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি ছুরি এবং বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করেছে পুলিশ।
কনের বাবার অভিযোগ, তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন একই এলাকার শুভ (১৯)। মেয়ে তার প্রস্তাবে রাজি ছিলেন না। সম্প্রতি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সোমবার রাতে তার বাসায় বিয়ের অনুষ্ঠান চলছিল।
তিনি বলেন, “রাত ১২টায় বাসায় এসে শুভ, আমানউল্লাহ ও অয়নসহ সাতজন বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করেন। খবর দিলে পুলিশ এসে দুটি তাজা বোমা ও একটি চাকু এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করে। সেই সঙ্গে আমানউল্লাহ ও অয়নকে গ্রেপ্তার করে। তবে, শুভ পালিয়ে গেছেন।”
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, “বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত আমানউল্লাহ ও অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি তাজা বোমা ও একটি ছুরি এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রেমিক দাবি করা শুভ পালিয়ে গেছেন। তাকেও গ্রেপ্তার করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।