বিনোদন ডেস্ক : গত ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে নন্দিত সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মনি কিশোরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পীদের অনেকে। কেউ কেউ আবার স্মৃতিচারণাও করছেন।
প্রয়াত শিল্পী মনি কিশোরকে নিয়ে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বন্ধুকে নিয়ে ওমর সানী লেখেন, ‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল।’
ওমর সানীর সঙ্গে যোগাযোগ ছিল গায়ক মনি কিশোরের। এ তথ্য উল্লেখ করে ওমর সানী লেখেন, “সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম, ‘এত রাগ-অভিমান ভালো না, গান কর।’ ও আমাকে বলত, ‘শুধু তোমার জন্য গান করব।’ বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। ‘কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি।”
মূলত, ‘কি ছিলে আমার’ গানটিই এক সুতায় বেঁধেছে মনি কিশোর-ওমর সানীকে। তার অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল এই গান। মুক্তির পর তুমুল জনপ্রিয়তা লাভ করে গান ও সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।