Advertisement
হবিগঞ্জ জেলা কারাগারে জামাকাপড়ের ভেতরে গাঁজা লুকিয়ে এক বন্দিকে সরবরাহের চেষ্টাকালে মো. ফজলু মিয়া (৪৫) নামের একজন ব্যক্তি ধরা পড়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক ফজলু মিয়া হবিগঞ্জ জেলা শহরের মোহনপুর এলাকার বাসিন্দা, তার পিতার নাম মকবুল হোসেন।
কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেল সুপার মো. মুজিবুর রহমান জানান, বিকেলে ফজলু মিয়া এক বন্দির জন্য জামা-কাপড় নিয়ে কারাগারে আসেন। তল্লাশির সময় কারারক্ষীরা তার আনা প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
ঘটনার পরপরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।