বিনোদন ডেস্ক : বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়েছেন ভুবন বাদ্যকর। গ্রামে গ্রামে ফেরি করে বেড়ানো এই মানুষটি আজ বিশ্ব কাঁপিয়ে ফেলেছেন। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাদাম কাকু রাতারাতি এমন সেলিব্রেটি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে।
কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের মতোই আবার পরে মাছ বিক্রি করে ভাইরাল হন পশ্চিম বর্ধমানের কুশল বাদ্যকর। যিনি পরে মাছ কাকু নামে খ্যাতি লাভ করেন। এবার এই দুজনকে দেখা গেল এক ছাদের তলায়। সম্প্রতি তাদের জমিয়ে আড্ডা দিতে দেখা যায় দেউল পার্কে।
দেউল পার্কে ভুবন বাদ্যকর পৌঁছান খোকাবাবুর খেলাঘর যাত্রাপালায় অভিনয়ের জন্য মহড়া নিতে। সেই খবর পেয়েই সেখানে পৌঁছে যান পশ্চিম বর্ধমানের ভাইরাল মাছ কাকু কুশল বাদ্যকর। তারপর তারা সেখানে একসঙ্গে জমিয়ে আড্ডা দেন এবং যাত্রার অভিনয়ের মহড়ার মাঝে নিজেদের মধ্যে গান-বাজনাতেও মেতে ওঠেন।
সম্প্রতি এই ভিডিওটি আপলোড করা হয়েছে আরবিএইচ ক্রিয়েশন নামে একটি ইউটিউব চ্যানেলে। ভিডিওটি আপলোড হওয়ার পর তা নিয়ে মজে উঠেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। এই ভিডিওতেই দেখা যায় বাদাম কাকু ও মাছ কাকু একসঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভুবন বাদ্যকর।
ভুবন বাদ্যকর যেমন বাদাম বিক্রি করার সময় তার এই কাঁচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে ভাইরাল হয়, তেমনই আবার পশ্চিম বর্ধমানের কুশল বাদ্যকরের ‘মাছ নেবেন, দাদা মাছ নেবেন’ গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যদিও ভুবন বাদ্যকর যেভাবে জনপ্রিয়তা লাভ করে আজ এই জায়গায় পৌঁছে গিয়েছেন কুশল বাদ্যকর সেই জায়গায় পৌঁছাতে পারেন নি। তবে তিনিও সম্প্রতি একাধিক মিউজিক ভিডিওতে গান গাওয়ার পাশাপাশি অভিনয় করতে শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।