বিনোদন ডেস্ক : অভিনয় দিয়ে অনেক আগেই দর্শকের মন জয় করেছেন আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে হাজির করেছেন। এবার নতুন পরিচয়ে আসছেন এই অভিনেত্রী। প্রযোজক হিসেবে আত্নপ্রকাশ ঘটছে তার। বাঁধন জানান ‘মেয়েদের গল্প’ সিনেমা প্রযোজনা করবেন তিনি।
সিনেমাটি নির্মাণ করবেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতি দম্পতির কন্যা লামিয়া চৌধুরী ‘মেয়েদের গল্প’ শিরোনামের একটি সিনেমা পরিচালনা করবেন। আর এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম, যে গল্পটা আমি বলতে চাই, দেখতে চাই, সেটা যদি বলতে পারতাম! যেহেতু আমি লেখক নই, আবার পরিচালনাকে আমার কাছে খুব কঠিন কাজ মনে হয়। তো একবার দিতি আপুর কবর জিয়ারত করতে যাওয়ার সময় লামিয়ার সঙ্গে গাড়িতে বসেই আলাপ হয়। ওর গল্পটা আমাকে জানায়। ওই মুহূর্তেই আমি ওকে বলেছিলাম, কাজটি করতে চাই। কারণ আমি একজন নারী লেখক-নির্মাতাকেই খুঁজছিলাম মনে মনে।’
তিনি আরও বলেন, ‘আমি এই সিনেমার এক্সিকিউটিভ প্রোডিউসার হতে চলেছি। গল্প, নির্দেশক সব ঠিকঠাক হয়ে গেছে। সবকিছু ঠিক হয়ে গেলে বড়পর্দার জন্যই ছবিটি করব।’
তিনি বলেন, ‘প্রযোজনার সিদ্ধান্ত নেওয়া একটি রিস্কি কাজ। তারওপর আবার পরিচালক ও গল্পকার লামিয়া একেবারেই নতুন। কিন্তু আমি নিজেই চেয়েছি কাজটি করতে। আমি বহুবার বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নারী লেখক ও নির্দেশক আসা প্রয়োজন। মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে সমাজ কেমন সেটিও আমাদের কাজে ফুটে উঠুক সেটা চাই। আমি অনেক চেষ্টাও করেছি নারী নির্মাতার সঙ্গে কাজ করার। সেই জায়গা থেকে লামিয়ার গল্প যেহেতু আমাকে ভীষণ আলোড়িত করেছে সেহেতু আমি চেয়েছি তার পাশে থাকতে। এজন্যই এখনই প্রযোজকের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।