বঙ্গবাজারের পোড়া লোহালক্কড় বিক্রি হলো ৪০ লাখে

বঙ্গবাজারের ঘটনা

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসস্তূপে পরে আছে পোড়া টিন, লোহা, সার্টারসহ বিভিন্ন জিনিসপত্র। জানা গেছে, বঙ্গবাজারের এসব পোড়া লোহালক্কড় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বঙ্গবাজারের ঘটনা

শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। তিনি এ সময় জানান, পুড়ে যাওয়া লোহা, টিন ৪০ লাখ টাকায় মার্কেটের মালিক সমিতির অনুমতিতে বিক্রি করা হয়েছে। এ টাকা ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীদের দেওয়া হবে।

অন্যদিকে এনেক্সকো টাওয়ারের সামনে ঢাকা জেলা প্রশাসনের স্থাপন করা সহায়তা তথ্য কেন্দ্রে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘ লাইন। প্রশাসনের সহায়তা পাওয়ার আশায় তারা ব্যবসায়ীক প্রমাণসহ তথ্য নিবন্ধন করছে।

রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে বাসায় তৈরি করুন মজাদার এই পোলাও

এদিকে সকাল থেকে উৎসুক জনতাদের ঘটনাস্থলে ভিড় করতে দেখা গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সদস্যদের আশাপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।